• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০
সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী শহরের ফারিহা একাডেমির নাসরিন সুলতানা মেধা বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফারিহা একাডেমির প্রাঙ্গণে পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সেন্টুর সহধর্মিণী নাসরিন সুলতানা  দিপা, ফারিহা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,  ফারিহা একাডেমির পরিচালনা কমিটির সদস্য বিপ্রেশ কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তি প্রদান করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ।