• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন সীমিত আকারে পালিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন সীমিত আকারে পালিত

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার চারটি আদিবাসী সম্প্রদায়ের  সম্মিলিত আয়োজনে সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর রাতে প্রার্থনার মধ্য দিয়েই শুরু হয়।পরে কীর্তন হয় । সারা রাত কীর্তনীয়াগণ প্রতি বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করেন। ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন উপলক্ষে চার্চ প্রেসবিটারিয়ান,রমন ক্যাথলিক চার্চ, প্যাডরিক চার্চ ও সেভেন ডে এডভানটিরজ চার্চ সহ চার সম্প্রদায়ের  নারী পুরুষ  সম্মিলিত ভাবে কেক কেটে জন্মদিন পালন করেন। দুপুর বেলা রাজাই গ্রামের আপল রং খের বাড়িতে সবাই প্রীতি ভোজে মিলিত হন। এছাড়াও করইগড়া,বুরঙগা চড়া ,মুকশেদপুর ও বড়গোপ টিলায় পৃথক পৃথক বিভিন্ন অনুষ্ঠানাধি পালন করা হয়েছে।দুপুর ২ টায় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল পরিদর্শন করেন এবং তাদের সাথে অনুষ্ট‌া‌নে শরীক হন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ডরো সলোমার,এসপিএস সাধারণ সম্পাদক শঙ্কর মারাক,তাংসেন মারাক,রবার্ট মারাক,সহ চার্চ লিডার গণ।