• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রিটেনে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০
ব্রিটেনে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

বিবিএন নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা।

দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে এ আবেদন করা হয়েছে বলে বুধবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন।

২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়।

৮ ডিসেম্বর দেশটিতে এ টিকার প্রয়োগ শুরু হলে পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এ টিকা অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করেছে।

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, এমএইচআরএ ২৮ বা ২৯ ডিসেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ফাইজার-বায়োএনটেকের তুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ, পরিবহন ও প্রদান অনেক বেশি সহজ হবে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশের বেশি কার্যকারিতার খবর পাওয়া গেছে।

বিভিন্ন দেশে উৎপাদিত ভ্যাকসিনের ছয়টির মধ্যে অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিনের দাম সবচেয়ে কম। ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতি ডোজ ভ্যাকসিনের সম্ভাব্য দাম দুই দশমিক ২০ ডলার।