• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দিরাইয় পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় আজিজুস সামাদ ডন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০
দিরাইয় পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় আজিজুস সামাদ ডন

লতিফুর রহমানরাজু,সুনামগঞ্জ:: দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ্বজিৎ রায়ের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। শুক্রবার দিনব্যাপী দিরাই পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোটারদের ভোট প্রদানের জন্য আহবান জানান জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ তনয়। তাঁর আগমনে স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা উজ্জীবিত। প্রচারণা উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, মানবসেবা বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক কালী কুমার রায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি দে, ছাত্রলীগ নেতা তামিম আহমদসহ দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।