• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় (শুক্রবার) ৩২,৭২৫ জন আক্রান্ত, মৃত্যু ৫৭০ জনের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০
ইংল্যান্ডে করোনায় (শুক্রবার) ৩২,৭২৫ জন আক্রান্ত, মৃত্যু ৫৭০ জনের

বিবিএন নিউজ নিউজ:ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ) নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২,৭২৫ জন। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫৭০ জন। গতকাল বৃৃৃৃৃৃৃহস্পতিবার ছিলো ৫৭৪ জন, বুধবার ছিলো ৭৪৪ জন, মঙ্গলবার ছিলো ৬৯১ জন। মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ১৯৫ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২,৭২৫ জন। গতকাল বৃহস্পতিবার ৩৯,০৩৬ জন, বুধবার ছিলো ৩৯,২৩৭ জন, মঙ্গলবার ৩৬,৮০৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২১ হাজার ৩১২ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৪০১। নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস আজ মৃত্যু খবর প্রকাশ করেনি। আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। সেদিন মৃত্যুর সংখ্যার রেকর্ড হতে পারে।