• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন 

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০
সুনামগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন 
লতিফুর  রহমান রাজু,সুনামগঞ্জ :সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুল নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শহরের কাজীর পয়েন্ট এলাকায় বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

(ভার্চুয়ালি) বাংলাদেশ সরকারি কর্মকমিশন সাবেক চেয়ারম্যান ও বিয়াম ফাউন্ডেশন সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ সাদিক।

উল্লেখ্য শহরের কাজীর পয়েন্টে ২০০৮ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুলের যাত্রা শুরু হয়।  জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সুনামগঞ্জবাসির প্রচেষ্টায় ছোট পরিসরে সাবেক ভূমি অফিসে প্রথম ক্লাস শুরু হয়। পরবর্তীতে স্থায়ী ভবনের জন্য ২০০৯ সালে সরকারে
কাছে আবেদন করা হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৫৬শতক অকৃষি খাস জমি দান করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  এ্যাডভোকেট নাহিদা আফরোজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি মোঃ জসীম উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহয়োগী অধ্যাপক জাকির হোসেন, আব্দুল হাই রাজ জায়গিরদার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক দিপায়ন চৌধুরী পাপ্পু প্রমুখ।