• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় আবারো (বুধবার) রেকর্ড সংখ্যক আক্রান্ত ৩৯,২৩৭ জন, মৃত্যু ৭৪৪ জনের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০
ইংল্যান্ডে করোনায় আবারো (বুধবার) রেকর্ড সংখ্যক আক্রান্ত ৩৯,২৩৭ জন, মৃত্যু ৭৪৪ জনের

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (বুধবার) নতুন করে রেকর্ড সংখ্যক ৩৯,২৩৭ আক্রান্ত হয়েছেন। যা করোনা মহামারি শুরু পর থেকে এটি সর্বোচ্চ। এর আগে গতকাল মঙ্গলবার সর্বাদিক আক্রান্ত হয়েছিলেন ৩৬,৮০৪জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৭৪৪ জন। যা গত মে মাসের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। গতকাল মঙ্গলবার ছিলো ৬৯১ জন, সোমবার ছিলো ২১৫ জন, রবিবার ছিলো ৩২৬ জন, শনিবার ছিলো ৫৩৪জন। মোট মৃতের সংখ্যা ৬৯ হাজার ০৫১ জন। কিন্তু আরেক হিসেবে বলা হয়েছে এ পর্যন্ত ৭৯,৩৪৯ জন মৃতের করোনা সার্টিফিট দেয়া হয়েছে। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯,২৩৭ জন। গতকাল মঙ্গলবার ৩৬,৮০৪ জন, সোমবার ছিলো ৩৩,৩৬৪ জন, রবিবার ছিলো ৩৫,৯২৮ জন, শনিবার ছিলো ২৭,০৫২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪৯ হাজার ৫৫১ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)