দ্বৈত নাগরিকত্ব ও দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি এই তালিকা আদালতে দাখিল করতে এসবির পুলিশ সুপার ও ইমিগ্রেশন অব পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারকারী কারা সেটা উদঘাটনের চেষ্টা হিসাবে এই আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।