• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে পানিতে ডুবে যমজ ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০
সিলেটে পানিতে ডুবে যমজ ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটে পানিতে ডুবে যমজ ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত যমজ দুই শিশু শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে রাহিম ও মেয়ে ফাইজা। তাদের বয়স দুই বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার আসরের নামাজের পর রাহিম ও ফাইজা বাড়ির উঠোনে খেলা করছিল। কিন্তু প্রায় ৩০মিনিট পর শিশুদেরকে উঠোনে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সন্ধ্যার সময় দুই শিশুর মৃতদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।যমজ দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।