• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

করোনা ও বন্যার কারণে দীর্ঘ ৯ মাস পর মরমী কবি হাসন রাজা মিউজিয়াম পুনরায় চালু হচ্ছে

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০
করোনা ও বন্যার কারণে দীর্ঘ ৯ মাস পর মরমী কবি হাসন রাজা মিউজিয়াম পুনরায় চালু হচ্ছে
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি ও পর পর চার বার বন্যার কারণে দীর্ঘ ৯    মাস মরমী কবি হাসন রাজা মিউজিয়াম বন্ধ ছিল। এই সময়ে দেশ বিদেশের অগনিত হাসন রাজা ভক্ত মিউজিয়াম পরিদর্শনে এসে ফেরত যান। এই দীর্ঘ সময়ে মিউজিয়াম কে নতুন আঙ্গিকে সাজানো হয়। আগামীকাল ২১ ডিসেম্বর মরমী কবি হাসন রাজার ১৬৬ তম জন্মদিন উপলক্ষে কবির তেঘরিয়ার বাড়ির মিউজিয়াম প্রাঙ্গনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ  ,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, এটিএন বাংলার চীফ প্রডিউসার জি এম তসলিম। সভাপতিত্ব করবেন মরমী কবি হাসন রাজা মিউজিয়ামের চেয়ারম্যান সামারীন দেওয়ান।
হাসন রাজা ১৮৫৪ সালে সুনামগঞ্জ জেলা শহরের তেঘরিয়াতে জন্ম গ্রহণ করেন।