• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইইউ নিজ নীতিতে বড় পরিবর্তন না আনলে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি নয়:যুক্তরাজ্য

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০
ইইউ নিজ নীতিতে বড় পরিবর্তন না আনলে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি নয়:যুক্তরাজ্য

বিবিএন নিউজ ডেস্ক: স্পষ্ট হয়ে গেছে চুক্তি হোক কিংবা না হোক, বড়দিনের আগে এই সিদ্ধান্ত জানা যাবে না। নতুন মৎস আরহন চুক্তি কয়েক বছর স্থায়ী হবে বর্তমানে তা নিয়ে আলোচনা করছে দুই পক্ষ। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, এটিই একমাত্র ইস্যু নয়, যা সমাধান হয়নি। বিবিসি

ইউরোপীয় ইউনিয়নের মতে, আলোচনা স্থবির হয়ে আছে। শুধু মাছ নয়, যুক্তরাজ্যের আরও তাবি দাওয়া আছে এবং এগুলো লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্থ করবে। ইইউ এর ধারণা, যুক্তরাজ্যের চাহিদামতো চুক্তি হলে ইউরোপয়ি ইউনিয়নের সদস্য দেশগুলো বাণিজ্যিকভাবে ক্ষতির মুখে পড়বে। দ্য গার্ডিয়ান

অবশ্য বিশেষজ্ঞরা মনে করেন, ব্রেক্সিটের আগে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবম্যই মুক্ত বাণিজ্য চুক্তি করবে। নাহলে উভয়পক্ষই ক্ষতিগ্রস্থ হবে। তবে যুক্তরাজ্যেরই ক।সতি বেশি হবে। কারণ তারা সাগর দিয়ে ঘেরা দেশ। এমনকি পরিস্থিতি হতে পারে ২য় বিশ্বযুদ্ধের আগের মতো। সেবার একটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যে আক্রমণ করলেও পাশে ছিলো না অন্য ইউরোপীয় দেশগুলো। তাই এই নির্বান্ধব অবস্থা কোনওভাবেই চাইবে না লন্ডন। ডেইলি মেইল/ আমাদের সময়