• ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ছাতক পৌর নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপি’র মধ্যে

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০
ছাতক পৌর নির্বাচনে লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপি’র মধ্যে

 

নিজস্ব প্রতিবেদক: ছাতক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারী। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। পৌরসভা নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মেয়র পদের জন্য দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার তারা মনোনয়ন পত্র দাখিল করবেন। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করবেন। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাশিদা বেগম ন্যান্সি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতীদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র। রাশিদা বেগম ন্যান্সি ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী। আওয়ামীলীগ-বিএনপি’র দু’প্রার্থীই পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা। ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় এখানে ভোটের লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে। শনিবার বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আরো ১০ জন প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান।