বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটিশ সুপার মার্কেট টেসকোর ভেতরে ফ্রিজ খুলতে গিয়ে ১০ বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগে ৫০০,০০০ পাউন্ড জরিমানা করেছে রিডিং ম্যাজিস্ট্রেইট কোর্ট।
কোর্টের শোনানিতে জানানো হয়, ২০১৭ সালের ১৭ জুলাই বার্কশায়ারের ওয়ার্কফিল্ডের ব্রেকনেইল টেসকোতে ক্রয় করার জন্য ফ্রিজ থেকে একটি আইস ললি বের করার চেস্টা করেছিল ১০ বছরের এক শিশু। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পা এবং বুক পুড়ে যায়। ফ্রিজের রেইল ক্যাবল নিরাপদে গুছিয়ে না রাখার ফলে এই ঘটনা ঘটে। ঘটনার পরদিনও ফ্রিজ একই অবস্থায় ছিল।
স্বাস্থ্য এবং নিরাপত্তা বিধি না মানার দায়ে কোর্ট টেসকোকে ৫০০, ০০০ পাউন্ড জরিমানা করে। সেই সঙ্গে আরো ৩৬ হাজার পাউন্ড ভিক্টিমস সার্চচার্জ আরোপ করে কোর্ট।