• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে সুপার মার্কেট টেসকোকে ৫০০,০০০ পাউন্ড জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০
ইংল্যান্ডে সুপার মার্কেট টেসকোকে ৫০০,০০০ পাউন্ড জরিমানা

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটিশ সুপার মার্কেট টেসকোর ভেতরে ফ্রিজ খুলতে গিয়ে ১০ বছরের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগে ৫০০,০০০ পাউন্ড জরিমানা করেছে রিডিং ম্যাজিস্ট্রেইট কোর্ট।

কোর্টের শোনানিতে জানানো হয়, ২০১৭ সালের ১৭ জুলাই বার্কশায়ারের ওয়ার্কফিল্ডের ব্রেকনেইল টেসকোতে ক্রয় করার জন্য ফ্রিজ থেকে একটি আইস ললি বের করার চেস্টা করেছিল ১০ বছরের এক শিশু। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার পা এবং বুক পুড়ে যায়। ফ্রিজের রেইল ক্যাবল নিরাপদে গুছিয়ে না রাখার ফলে এই ঘটনা ঘটে। ঘটনার পরদিনও ফ্রিজ একই অবস্থায় ছিল।

স্বাস্থ্য এবং নিরাপত্তা বিধি না মানার দায়ে কোর্ট টেসকোকে ৫০০, ০০০ পাউন্ড জরিমানা করে। সেই সঙ্গে আরো ৩৬ হাজার পাউন্ড ভিক্টিমস সার্চচার্জ আরোপ করে কোর্ট।