• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৭ পৌরসভায় যারা নৌকার টিকেট পেলেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০
সিলেটে ৭ পৌরসভায় যারা নৌকার টিকেট পেলেন

সিলেট প্রতিনিধি :: দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সিলেটে বিভাগের রয়েছে ৭টি পৌরসভা। এই ৭টিসহ ৬১টিতে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সিলেট বিভাগের ৭টি পৌরসভায় মনোনিতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদরে নাদের বখত, ছাতকে মো. আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মো. মিজানুর রশীদ ভুঁইয়া, মৌলভীবাজারে কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ, কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ, হবিগঞ্জের মাধবপুরে শ্রীধাম দাশ গুপ্ত ও নবীগঞ্জে গোলাম রসুল রাহেল চৌধুরী।