লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তেরর কর্তৃক ২ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ভবন উদ্ভোধন।
শুক্রবার বিকেলে এক অনারম্ভর অনুষ্টানে নবনির্মিত ৪তলা ভবনটি উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সমাবেশে এমপি রতন বলেন,’আমি সবসময় শ্রমিকের পক্ষে কথা বলি,শ্রমিকদের উন্নয়ন হলে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।’ এই শ্রমজীবী মানুষেই দেশের বড় সম্পদ।
উদ্ভোধন শেষে বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ মাঠে অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,মোশারফ হোসেন, ধরমপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মবিন,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাধারন সম্পাদক আবুল কালাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।সভা সঞ্চালনা করেন রফিক আহমদ মানিক ও রাহাত হায়দার।