• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পৌর নির্বাচন:সুনামগঞ্জে নাদের বখ্ত, ছাতকে কালাম চৌধুরী নৌকা পেলেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০
পৌর নির্বাচন:সুনামগঞ্জে নাদের বখ্ত, ছাতকে কালাম চৌধুরী নৌকা পেলেন

সিলেট প্রতিনিধি :: চলমান পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জের নাদের বখ্ত ও ছাতকের কালাম চৌধুরী। তাঁরা দুজনই বর্তমান পৌর মেয়র। এ দুই জন নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন।

এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে ।

উল্লেখ্য যে, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাচাই ২২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।