• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগন্জে ৩০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২০
সুনামগন্জে ৩০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অধীনে নির্মিত ৩০টি পরিবারকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে বিরামপুর গুচ্ছগ্রামে বুধবার বিকালে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা সহ জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।