• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) রেকর্ড সংখ্যক ৩৫,৩৮৩ জন আক্রান্ত, মৃত্যু ৫৩২ জনের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) রেকর্ড সংখ্যক ৩৫,৩৮৩ জন আক্রান্ত, মৃত্যু ৫৩২ জনের

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) রেকর্ড সংখ্যক ৩৫,৩৮৩ মানুষ আক্রান্ত হয়েছেন। গত কালকের চেয়ে প্রায় ১১ হাজার বেশি। এর আগে গত ১২ নভেম্বর সর্বোচ্চ ৩৩,৪৭০ জন আক্রান্ত হয়েছিলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫৩২ জন। গতকাল বুধবার ছিলো ৬১২ জন, মঙ্গলবার ছিলো ৫০৬ জন। মোট মৃতের সংখ্যা ৬৬ হাজার ৫২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫,৩৮৩ জন। গতকাল বুধবার ছিলো ২৫,১৬১ জন, মঙ্গলবার ছিলো ১৮,৪৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন। (দ্যা সান/ওয়ান বাংলা )

গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে শুধু হাসপাতালে মৃত্যু করেছেন ৫৩৭ জন, ওয়েলসে ২৯ জন, স্কটল্যান্ডে ৩৮ এবং উত্তর আয়ারল্যান্ডে ৮ জন।