• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আজ দুপুর ২টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু র সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষা ও আই সিটি মোহাম্মদ জসীম উদ্দিন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাসুম হেলাল সহ সভাপতি শাহজাহান চৌধুরী ,সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক বিশ্বজিত সেন পাপন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুজেল আহমদ, নির্বাহী সদস্য ঝুনু চৌধুরী,অরুণ চক্রবর্তী,হিমাদ্রি শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার, শাহাব উদ্দিন আহমদ,  কামরুল হাসান চৌধুরী, আশিকুর রহমান পীর, আব্দুল কাইয়ুম,লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, কর্ণ বাবু দাস ,প্রমুখ।
বক্তারা বলেন, আজকের দিন ইতিহাসের একটি কলঙ্ক জনক দিন।এই দিনে পাকিস্তানীদের দোসর রাজাকার, আলবদর,আল শামস বাহিনীর সদস্য গণ রাতের আঁধারে নীরিহ ডাক্তার,সাংবাদিক, সাহিত্যিক ও কবি সহ সূর্য সন্তান দের হত্যার মধ্য দিয়ে এ দেশ কে মেধাশুন্য করার অপচেষ্টা করেছিল। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সন্মান ও শ্রদ্ধা ও ঘাতক দের প্রতি ঘৃনা জানানো হয়।