• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শহীদ বু‌দ্ধিজী‌বি দিব‌স উপল‌ক্ষে সুনামগ‌ঞ্জ জেলা প্রশাসনের আ‌লোচনা সভা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বু‌দ্ধিজী‌বি দিব‌স উপল‌ক্ষে সুনামগ‌ঞ্জ জেলা প্রশাসনের আ‌লোচনা সভা
বাঙালি জাতিকে মেধাশুন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা- ডিসি
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: শহীদ বু‌দ্ধিজী‌বি দিবস উপল‌ক্ষে সুনামগ‌ঞ্জে আলোচনা সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে আজ সকাল ১০ টায় জেলা প্রশ‌াসক স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্টিত আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক মোহ‌াম্মদ আব্দুল আহাদ। এসময় উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার মিজানুর রহমান,অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম,অ‌তিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক জ‌সিম উ‌দ্ধিন,   সিভিল সার্জন ডাক্তার শামস উদ্দিন, বীর মু‌ক্তিযুদ্ধাগন, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা, শিক্ষাবিদ পরিমল কান্ত দে  বিজন সেন রায়,       ,সুনামগঞ্জ রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি ল‌তিফুর রহমান রাজু প্রমুখ। অনুষ্ট‌া‌নের শুরু‌তেই শহীদ‌দের প্রতি শ্রদ্ধা জা‌নি‌য়ে এক মি‌নিট নিরবতা পালন করা হয়। প‌রে প্রামাণ‌্যচিত্র প্রদর্শন করা হ‌য়ে‌ছে। আ‌লোচনায় মুল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন বীর মু‌ক্তিযুদ্ধা এড‌ভো‌কেট আলী আমজদ। এর আ‌গে বু‌দ্ধিজী‌বি দিব‌সের প্রথম প্রহ‌রে বি‌ভিন্ন স্থ‌রের মানুষ শহীদ মিনা‌রে মোমবা‌তি প্রজ্জলন ক‌রেন। বু‌দ্ধিজী‌বি দিব‌সে জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে নানা কর্মসু‌চি পালন কর‌বে। সঞ্চালনা ক‌রেন সহকারী কমিশনার মঞ্জুরুল  আলম।
সবশেষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শিশুদের চিত্রকর্ম প্রতিযোগিতার  বিজয়ীদের  পুরস্কার বিতরণ করেন ও দোয়া করা হয়।