• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে তোলার গুদামে অগ্নিকান্ড ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০
ছাতকে তোলার গুদামে অগ্নিকান্ড ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

 

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে লেপ-তোষকের তোলার গুদামে অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী কালিদাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার সুরশ নগর গ্রামের ভান্ডারী খুরশেদ আলম দীর্ঘ ৩৪ বছর ধরে দিঘলী কালিদাশ পাড়ায় স্ব-পরিবারে বসবাস করে গোবিন্দগঞ্জ নতুনবাজারে বেডিং হাউজ নামের লেপ-তোষকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সোমবার সন্ধ্যায় বাড়ির টিনসেডের তোলার গুদামে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জড়ো হয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপী চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ব্যবসায়ীর মিল, মোটরসহ ১২৫ বস্তা তোলা পুড়ে গিয়ে ক্ষতি দাড়ায় ৩ লক্ষাধিক টাকার। তবে অল্পের জন্য গুদামের পাশে রাখা আরও লক্ষাধিক টাকার তোলার বস্তা রক্ষা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খুরশেদ আলম জানান, দেড় মাস আগে ব্যবসার জন্য তার স্ত্রী সুফিয়া বেগমের মাধ্যমে গোবিন্দগঞ্জ গ্রামীণ ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা কিস্তি উত্তোলন করেছিলেন। এ কিস্তির টাকা দিয়ে এক মাস আগে ঢাকা থেকে তোলা আমদানী করে এ গুদামে রেখেছিলেন। গুদামটি পুড়ে যাওয়ার তিনি আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন। বর্তমানে ব্যাংকের কিস্তি কি ভাবে পরিশোধ করবেন এ দু:চিন্তায় তিনি ভোগছেন।