লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ সিলেট সড়কে কোন উন্নত মানের কোন বাস না থাকার কারণে দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ বাসী শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালুর দাবীতে প্রশাসন সহ বাস মালিক সমিতির নিকট দাবী জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ বাসীর দাবীর প্রতি সন্মান জানিয়ে সুনামগঞ্জ বাস মালিক সমিতির উদ্যোগে কয়েকটি এসি বাস চালুর সিদ্ধান্ত গৃহিত হয়। এরই মধ্যে দুটি এসি বাস চালু করা হয়েছে। গতকাল শনিবার রাতে সুনামগঞ্জ বাস টার্মিনালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের শুভ উদ্বোধনের মাধ্যমে চলাচল শুরু হল। কয়েকদিনের মধ্যেই আরও বাস চালু হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ রহমান, সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া,জহিরুল ইসলাম, মহিব চৌধুরী,আব্দুল রহিম, ডাক্তার খলিলুর রহমান, মকলু মিয়া,জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।