• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২০
জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

লতিফুররহমান রাজু,সুনামগঞ্জ :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও জাতির জনকের মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রতিবাদ সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। আজ সকাল ১১ টায় শহরের ডিএসরোড এলাকায়  সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষ তা মেনে নিবেন না। জাতির পিতার সম্মানের অবমাননাকারীরা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না।  জাতির পিতার অবমাননাকারীরা দেশকে পাকিস্তানের চেতনায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। জাতির জনক  বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের পরিচয়ের ঐতিহাসিক বন্ধন। যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে তত দিন জাতির জনকের অবদান চিরঅম্লান হয়ে থাকবে। কোন ভাবেই জাতির জনকের কোন ধরনের অবমাননা সহ্যকরা হবে না। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের  পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক মোঃ ফরিদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  মাহাবুব আলম,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈকত দাসসহ জেলা প্রশাসন ও জেলায় কর্মরত বিভিন্ন অফিস প্রধানগণ। প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।