বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনের এক দম্পতি লটারিতে বিপুল পরিমাণ অর্থ জয় করে নতুন রেকর্ড তৈরি করেছিলেন। সেই দম্পতি লটারিতে ১১৪.৯ মিলিয়ন পাউন্ড অর্থ জিতেছিলেন, যা বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৩০৮ কোটি টাকার সমান। খবর দ্য সানের।
জানলে অবাক হয়ে যাবেন, এত টাকা জিতেও এই দম্পতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন। এমনকি এই দম্পতির মেয়েরাও সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবহার করেন। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, লটারি জিতে প্রায় ২ বছর পর ফ্রান্সিস এখন জানিয়েছেন যে তিনি জনগণকে সাহায্য হিসাবে অর্ধেকেরও বেশি পরিমাণ (প্রায় ৬৫৪ কোটি টাকা) অর্থ বিলিয়ে দিয়েছেন।
ফ্রান্সিস এবং তার স্বামী প্যাট্রিক ব্রিটেনের দ্য ন্যাশনাল লটারির ইউরো মিলিয়ন প্রোগ্রামের আওতায় মোটা অঙ্কের টাকা জিতেছিলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে দম্পতিটি এই টাকা জেতেন। গত ২৫ বছরের ইতিহাসে এটি লটারিতে জেতে চতুর্থ সর্বোচ্চ টাকার পরিমাণ।