• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হত্যা মামলার আসামী পালায়ন, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার  

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০
সুনামগঞ্জে হত্যা মামলার আসামী পালায়ন, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার  
লতিফুর  রহমান রাজু ,সুনামগঞ্জ: সুনামগঞ্জে হত্যা মামলার আসামী কোর্ট থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে আসামী পালিয়ে যাওয়ার ব্যর্থতার কারণে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, কোর্ট পুলিশের এটিএআই মুজিবুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহ আলম, কনস্টেবল জহির মিয়া, মোসাদ্দেক ও কুবাদ আলী।   তাদেরকে বর্তমানে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত কাল বুধবার সুনামগঞ্জে জেল থেকে কোর্টের নিয়ে আসার পর ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী হত্যা মামলা আসামী ইকবাল হোসেন পালিয়ে গেছে। বিকেলের দিকে কোর্ট থেকে ঐ আসামী পালিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে পুলিশ জানিয়েছে পলাতক আসামী এখনও পর্যন্ত ধরা সম্ভব হয়নি, পুলিশ তৎপর রয়েছে শীঘ্রই ধরা পড়বে