• ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ছাতকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি গ্রেফতারের দাবীতে মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০
ছাতকে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি মোঃ জাকারিয়াকে গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কালারুকা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা মকবুল আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় গৌছ উদ্দিন, গিয়াস উদ্দিন, আঙ্গুর মিয়া, বাদশা মিয়া, নুর উদ্দিন, সামসুল হক, মোহাম্মদ আলী, আব্দুল মতিন, মুহিবুর রহমান, আলিম উদ্দিন , ফজলু মিয়া প্রমুখ।
মানববন্ধনে এলাকার জিল্লুল হক, নাজিম উদ্দিন, কচ্ছু মিয়া, সালা উদ্দিন, জসিম উদ্দিন, কমর আলী, সুন্দর আলী, আফতর মিয়া, সালেহ আহমদ, লিয়াকত আলী, মঈন উদ্দিন, সাদ উল্লাহ, আবুল খয়ের, জানু মিয়া, রহিম উদ্দিন, জাবেদ আলী, ওয়াছির আলী, ইমতিয়াজ আলী, রফিক মিয়াসহ কালারুকা, নজমপুর, সিকন্দরপুর, মালিপুর, দিগলবন্দ, আজিধরপুর, বোবরাপুর গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেছেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামিকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তারা দ্রুত আসামিকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর সিকন্দরপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের শুক্কুর আলীর পুত্র মোঃ জাকারিয়া । এসময় সে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ঘটনার দু’দিন পর ভিকটিম বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং ৩) দায়ের করে। এ মামলার আসামিকে এখনো পুলিশ গ্রেফতার করে পারেনি।