• ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ছাতকে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০
ছাতকে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

 

ছাতক প্রতিনিধি:ছাতকে অগ্নিকান্ডে কৃষক পরিবারের ৪টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান বাউর গ্রামে।
জানা যায়, গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে শামছুদ্দিন, আইনুদ্দিন ও ফজর উদ্দিনের বসত ঘরে অগ্নিকান্ডে আসবাবপত্র, দলিলাদিসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় অাগুন নিয়ন্ত্রনে আসে।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এতে ৪টি বসত ঘর পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।