• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০
ছাতকে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ছাতক প্রতিনিধিঃ ছাতকে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান – বাউর গ্রামে।

জানা যায়, গ্রামের আছদ্দর আলীর ছেলে শামছুদ্দিন, আইনুদ্দিন ও ফজর উদ্দিনের বসত ঘর সহ অগ্নিকান্ডে আসবাবপত্র, দলিলাদিসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এতে ৪টি বসত ঘর পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।