• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সুনামগঞ্জে যুব মহিলালীগের বিক্ষোভ মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সুনামগঞ্জে যুব মহিলালীগের বিক্ষোভ মিছিল

 

লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ :কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি জঙ্গীগোষ্ঠি কৃর্তক ভেঙ্গে ফেলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিণার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন উপজেলা থেকে যুব মহিলা  লীগের   নারী নেত্রীরা অংশগ্রহন করেন।
বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে সদর উৃপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক তানিম আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সদর যুব মহিলালীগের সহ সভাপতি মাফরুজা আক্তার মণি,সিনিয়র সহসভাপতি মরিয়ম আক্তার টিয়া,লতিফা বেগম,সাংগঠনিক সম্পাদক খোদেজা বেগম,বিলকিস বেগম,যুগ্ম সম্পাদক নুরজাহান বেগম,সাংগঠনিক সম্পাদক লতিফা চৌধুরী ও তথ্য বিষয়ক সম্পাদক হাজেরা বেগম প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।