• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ আদালত থেকে হত্যা মামলার আসামী পালিয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২০
সুনামগঞ্জ আদালত থেকে হত্যা মামলার আসামী পালিয়েছে
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসার পর ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী মনোয়ারা বেগম হত্যা মামলা আসামী ইকবাল হোসেন পালিয়ে গেছে।  সে দোয়়ারা বাজার থানার আসামী ।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে কোর্ট থেকে ঐ আসামী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কি ভাবে হঠাৎ করে আসামী পালিয়ে গেল তা স্পষ্টভাবে  বলতে পারে নি পুলিশ।
তবে সূত্রে জানা যায়, এ ঘটনার প্রশাসন পুলিশ জরুরী বৈঠক চলছে। কি ভাবে দ্রুত আসামী গ্রেফতার করা যায়।জেল সুপার নূরশেদ আহমেদ ভূইয়া জানান,আমরা প্রতিদিন আসামী
কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করি। পুলিশ আসামীদের কাভার্ড ভ্যানে করে
কোর্ট নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একজন আসামী মিসিং। আমি
শুধু এইটুকু বলতে পারবও। জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে অবগত আছেন। তিনি    আরো জানান বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ১৪ জন আসামীদের তাদের কাছে হস্তান্তর  করা হয়েছিল আর রাত ৮   টা ৪০ মিনিটে ১৩ জন পাই ।
পুলিশ সুপার মোহাম্মম    মিজানুর রহমান  জানান, আমাদের কাছে মনে হচ্ছে
ভ্যান থেকে নামিয়ে আসামীদের এক জায়গায় রাখা পরে সেখান থেকেই কোন  এক ফাাঁকে পালিয়েছে
আসামী। তবে হ্যান্ড কাপ পরা কিনা বলা যাচ্ছ না।