• ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২০
সুনামগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:আজ  ৯ ডিসেম্বর,  সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,  মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  ইয়াসমিন নাহার রুমা; মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক, সুনামগঞ্জ  মো: আনিসুর রহমান; জেলা তথ্য অফিসার  আনোয়ার হোসেন; জেলা মহিলা সংস্থার সভানেত্রী  ফৌজি আরা শাম্মী; মহিলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা  নিগার সুলতানাসহ অন্যান্যরা।
পরে ৫  টি ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।