• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন চান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস 

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন চান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস 
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌরবাসীকে নাগরিক সেবা দেওয়ার প্রত্যয়ে জনবান্ধব ও যুগোপযোগী পৌরসভা বিনির্মানের লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস।

শংকর চন্দ্র দাস জানান, করোনাকাল সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমি পৌরবাসীর পাশে দাঁড়িয়েছি। সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আরো বড় পরিসরে  মানুষের সেবা করার জন্য  সুনামগঞ্জ পৌরসভায় একটি বার সুযোগ  চাই।  আজীবন বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি।  বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ার  স্বপ্ন দেখি। আমি ছাত্র লীগের রাজনীতির সাথে    পরবর্তীতে কৃষকলীগের সাথেও দীর্ঘদিন জড়িত ছিলাম।   এই  নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি নির্বাচন করবো।  দলীয় মনোনয়ন না পেলে দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন করা থেকে বিরত থাকবো এবং নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাবো।