• ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইংল্যান্ডে করোনার প্রথম টিকা পেলেন  ৯০ বছরের নারী

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০
ইংল্যান্ডে করোনার প্রথম টিকা পেলেন  ৯০ বছরের নারী

বিবিএন নিউজ ডেস্ক: বিশ্বে করোনার স্বীকৃত প্রথম টিকাটি পেলেন ৯০ বছরের এক ব্রিটিশ নারী। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে মার্গারেট কিনান নামের ওই নারীকে ফাইজার-বায়োএনটেকের টিকাটি দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে ৯১ বছরে পা দিতে যাচ্ছেন মার্গারেট। এই টিকা পাওয়াকে তিনি ‘জন্মদিনের আগে সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার থেকে ফাইজারের টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরুর কথা ছিল। প্রথম ধাপে যুক্তরাজ্যে আট লাখ ডোজ টিকা দেওয়া হবে। চলতি মাসের শেষ নাগাদ দেওয়া হবে আরও ৪০ লাখ ডোজ টিকা।

টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় মার্গারেট বলেছেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা পেয়ে আমি নিজেকে অনেক বেশি সুবিধাভোগী মনে করছি। জন্মদিনের আগে কামনা করা উপহারগুলোর মধ্যে সেরা এটি। কারণ এর মানে হচ্ছে, অবশেষে আমি বছরের বেশিরভাগ সময় আমার নিজের হয়ে থাকার পর নতুন বছরে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর অপেক্ষায় থাকতে পারি।