বিবিএন নিউজ ডেস্ক: বিশ্বে করোনার স্বীকৃত প্রথম টিকাটি পেলেন ৯০ বছরের এক ব্রিটিশ নারী। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে মার্গারেট কিনান নামের ওই নারীকে ফাইজার-বায়োএনটেকের টিকাটি দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে ৯১ বছরে পা দিতে যাচ্ছেন মার্গারেট। এই টিকা পাওয়াকে তিনি ‘জন্মদিনের আগে সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার থেকে ফাইজারের টিকা সাধারণ মানুষকে দেওয়া শুরুর কথা ছিল। প্রথম ধাপে যুক্তরাজ্যে আট লাখ ডোজ টিকা দেওয়া হবে। চলতি মাসের শেষ নাগাদ দেওয়া হবে আরও ৪০ লাখ ডোজ টিকা।