• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০
ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন

বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন করোনা মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, একজন ক্যান্সার রোগীকে তিনি মানসিকভাবে সহায়তা দেন। রয়্যাল ভলান্টারি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন ডাচেস অব ক্যামব্রিজ।

করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আরোপ হওয়া প্রথম লকডাউনে ৮৪ বছর বয়সী লেন গার্ডনারকে ফোন দেন ক্যাট। লেন একজন ক্যান্সার রোগী। এর মধ্যে তিনি ডিমেনসিয়া রোগে তার স্ত্রীর সেবা করেন একাই। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লেন বলেন, ‘আমার কল্পনাতেই কখনো আসেনি যে, ফোনে আমি ইংল্যান্ডের ভবিষ্যৎ রানির সঙ্গে কথা বলব।’

রেডিওথেরাপি নেয়া লেনের শরীরে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়। ১৩ মে প্রথমবার লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট, কথা হয় ৩০ মিনিট। সেসময় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়। স্বামী প্রিন্স উইলিয়াম ও তিন সন্তান নিয়ে নরফক কাউন্টিতে নিজেদের বাসভবন আনম্যার হলে ছিলেন ক্যাট।