• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

করোনা ভ্যাকসিন প্রয়োগ:৮ ডিসেম্বর হবে ব্রিটেনের ঐতিহাসিক দিন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০
করোনা ভ্যাকসিন প্রয়োগ:৮ ডিসেম্বর হবে ব্রিটেনের ঐতিহাসিক দিন

নীচে ভ্যাকসিন হ্যাবের তালিকাভুক্ত ৫০টি হাসপাতালের নাম : দেখে নিন আপনার এলাকার হাসপাতাল রয়েছে কি না

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটিশ ইতিহাসে নতুন ভিক্টোরি ডে হবে ৮ ডিসেম্বর মঙ্গলবার। এ দিন থেকে সাধারণের মধ্যে ফাইজার এবং বায়োনট্যাকের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে প্রথম ফাইজার-বায়োনট্যাকের করোনা ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে বলেই এ দিনটিকে ভি ডে হিসেবে আখ্যায়িত করেছেন হেলথ সেক্রেটারী মেট হ্যানকক। এরিমধ্যে ইংল্যান্ডে এসে পৌঁছে গেছে ভ্যাকসিন। ভ্যাকসিন হ্যাব হিসেবে তৈরী করা হয়েছে ইংল্যান্ডের ৫০টি হাসপাতাল। প্রাথমিকভাবে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক এবং ও কেয়ার এবং এনএইচএস স্টাফদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। কেয়ার হোম রেসিডেন্টদের অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে কিন্তু কেয়ারহোমগুলোতে লজিস্টিক সাপোর্ট না থাকায় ভ্যাকসিন প্রয়োগের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কারণ ফাইজার-বায়োনট্যাকের ভ্যাকসিন কমপক্ষে মাইনাস ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় এবং এই তাপমাত্রার ভেতরে ব্যবহারের আগে ভ্যাকসিনটি মাত্র চারবার বের করা যাবে। তাই লজিস্টিক সাপোর্ট তৈরী হওয়ার সাথে সাথে কেয়ারহোমগুলোতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।
পাবলিক হ্যালথ ইংল্যান্ড, এনএইচএস ইংল্যান্ড, স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড ভ্যাকসিন প্রয়োগের তদারকি করবে। ফাইজার-বায়োনট্যাকের ভ্যাকসিন বহন এবং সরংক্ষনের জন্যে বিশেষ আলট্রা-লো তাপমাত্রার ফ্রিজারের প্রয়োজন। পাবলিক হ্যালথ ইংল্যান্ডের এ রকম ৫৮টি ফ্রিজ রয়েছে যাতে এক সঙ্গে ৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংরক্ষন করা যাবে।

Processed with MOLDIV

এবার এক নজরে দেখে নিন ইংল্যান্ডের যে ৫০টি হাসপাতালে ভ্যাকসিন হ্যাব তৈরী করা হয়েছে। দেখে নিন আপনার এলাকা হসপিটাল তালিকায় রয়েছে কি না?

Mid and South Essex NHS Foundation Trust

Milton Keynes University Hospital NHS Foundation Trust

East Suffolk And North Essex NHS Foundation Trust

North West Anglia NHS Foundation Trust

James Paget University Hospitals NHS Foundation Trust

Norfolk And Norwich University Hospitals NHS Foundation Trust

Cambridge University Hospital NHS Foundation Trust

East and North Hertfordshire NHS Trust

Royal Free London NHS Foundation Trust

Guy’s and St Thomas’ NHS Foundation Trust

Croydon Health Services NHS Trust

St George’s University Hospitals NHS Foundation Trust

King’s College Hospital NHS Foundation Trust – Denmark Hill

King’s College Hospital NHS Foundation Trust – Princess Royal University Hospital

Walsall Healthcare NHS Trust

Chesterfield Royal Hospital NHS Foundation Trust

Sherwood Forest Hospitals NHS Foundation Trust

University Hospitals Coventry And Warwickshire NHS Trust

Royal Stoke Hospital

Northampton General Hospital NHS Trust

University Hospitals of Derby and Burton NHS Foundation Trust

United Lincolnshire Hospitals NHS Trust

Nottingham University Hospitals NHS Trust

Shrewsbury And Telford Hospital NHS Trust

Sheffield Teaching Hospitals NHS Foundation Trust

North Cumbria Integrated Care NHS Foundation Trust

Hull University Teaching Hospitals NHS Trust

The Newcastle Upon Tyne Hospitals NHS Foundation Trust

Leeds Teaching Hospitals NHS Trust

South Tees NHS Trust (ব্রিট বাংলা)