• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে মুক্ত দিবসে মিছিল ও আলোচনা সভা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
ছাতকে মুক্ত দিবসে মিছিল ও আলোচনা সভা

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল মমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল।
মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসেন এর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহিদ আলী, ছাতক পৌরসভার সাবেক কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, রজব উদ্দিন, আবদুল খালিক, আজাদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সুজন মিয়া, মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা গোবিন্দগঞ্জ পয়েন্টে গোল চত্ত্বরকে সরকারী ভাবে ‘বীর মুক্তিযোদ্ধা চত্ত্বর’ নামে নামকরন করার দাবী জানান। সরকারী ভাবে বাস্তাবায়ন ও আনুষ্ঠানিক ঘোষনা করার জন্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের কাছে জোর দাবী জানানো হয়। সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ নানা শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।