• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

করোনায় সকালে স্ত্রী, বিকালে স্বামীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০
করোনায় সকালে স্ত্রী, বিকালে স্বামীর মৃত্যু

সংগৃহীত ছবি

বিবিএন নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে সকালে মারা গেছেন ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন। বিকালে মারা গেছেন তার স্বামী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ।

রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী জুলেখা খাতুন।

বিকালে মারা যান নাজিম উদ্দিন।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির কলেজ ও প্রশাসন শাখার উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন। তিনি বলেন, করোনায় আমাদের সাবেক দুই সহকর্মী মারা যাওয়ার খবর শুনেছি।(বিডি-প্রতিদিন)