• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাংসদ পীর মিসবাহ ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যায়ে ইব্রাহিমপুরে রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
সাংসদ পীর মিসবাহ ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যায়ে ইব্রাহিমপুরে রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ :সুনামগঞ্জ সদর উপজেলার সুরমার ইব্রাহিম পুর, ডলুরা বালাট (ভারত) বর্ডার হাট রোড ভায়া সৈয়দপুর, কোনাবাড়ী এবং ফেনীবিল রাস্তা পূর্ণ সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
শনিবার  বিকালে এলজিইডি সুনামগঞ্জ সদরের বাস্তবায়নে ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যায়ে  ইব্রাহিমপুরের আনন্দ বাজারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ ঐ ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ সদর এলজিইডির  প্রকৌশলী মো আনোয়ার হোসেন, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, বিশিষ্ট মুরুব্বি আব্দুস সোবাহান, কৃষক লীগ নেতা সেরুল আহমদ, জাসদের সহ সাধারণ সম্পাদক অ্যাড নুর হুসেন, গ্রামের মুরুব্বি মুসলিম উদ্দিন,রানা মিয়া, ফুল মিয়া, ইব্রাহিম খলিল,যুবলীগ নেতা আনিসুল রহমান রনি, এনাম আহমদ, রুমেল আহমদ, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু,  শাহ আলম, জাসদের সহ সাধারণ সম্পাদক অ্যাড নুর হুসেন, আবুল লেইস, সিরাজুর রহমান সিরাজ, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি  মো আবু হানিফ, সুরমা ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি মো মাহমুদ আলী l