• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমেদ ন্যান্সির মতবিনিময় সভা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমেদ ন্যান্সির মতবিনিময় সভা

 

ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী রাশিদা আহমেদ ন্যান্সি নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে মুরব্বিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। তপশীল ঘোষণা অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারী ছাতক পৌরসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বৃস্পতিবার রাতে তিনি প্রথম সভা করেন তার জন্মস্থান বারকাহন গ্রামে। এ সভায় তিনি গ্রামের লোকজন, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন সহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সকলের অনুমতি নিয়েই তিনি ছাতক পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। তিনি নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বারকাহন গ্রামের কৃতি সন্তান, সালিশ ব্যক্তিত্ব হবিবুর রহমান (হবি) চেয়ারম্যানের মেয়ে। বৃহস্পতিবার রাতে গ্রামের আফতাব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র রজনু আহমদ, সালেহ আহমদ তালুকদার, বাবরু মিয়া, আরশ আলী, সাজিদ মিয়া তালুকদার, সাজ্জাদ মিয়া তালুকদার, এনামুল হক প্রমুখ। সভায় ইজ্জাদ মিয়া, সোহেল আহমদ, গয়াছ মিয়া, সেলিম মিয়া, শাহিন আহমদ, বকুল মিয়া, বাবুল মিয়া, আবু ইউসুফ, রুমন তালুকদার, ইকরাজ মিয়া, লিমন আহমদ, আব্দুল আলিম, রফিক মিয়া, সমরুজ আলী, আলিফ সহ গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। ২০০৯ সালে ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে তিনি প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রাশিদা আহমেদ ন্যান্সি জানিয়েছেন, বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে লড়তে চান। ইতিমধ্যে দলীয় মনোনয়নও সংগ্রহ করেছেন।