বিবিএন নিউজ ডেস্ক: করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণের জন্য দেশজুড়ে জনগনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী বরিস জনসন সরাসরি টিভিতে ভ্যাকসিন নিতে পারেন। তার প্রেস সচিব অ্যালেগ্রা স্ট্রাটন আজ এমন ধারণা দিয়েছেন। ডাউনিং স্ট্রিট ব্রিফিংয়ের নতুন নেতৃত্বে আসা সাবেক এই সাংবাদিক দেশের সাধারণ মানুষকে সচেতন করতে এবং ভ্যাকসিন নেয়ার ব্যাপারে বোঝাতে রাজি হওয়ার উপায় হিসেবে এই সম্ভাবনাটির কথা উল্লেখ করেছেন।
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এন্ড ইনফেকশনের ডাইরেক্টর ডাঃ অ্যান্টনি ফাউসি ব্রিটেনের ভ্যাকসিন অনুমোদনে তাড়াহুড়ো করার সমালোচনা করেছেন। গতকাল ডাঃ অ্যান্টনি ফাউসির বক্তব্যের পর ডাউনিং স্ট্রিট ব্রিফিংয়ে এই তথ্য জানা গেছে।
জনমনে কোন ধরণের ভীতি সৃষ্টির আশংকা দূর করতে আরো অনেক রকম প্রয়াস অব্যাহত আছে। ফাইজার/বায়োএনটেক নিয়ে ৫ হাজার ৩০০ জনেরও বেশি লোকের জরিপে দেখা গেছে, ২৭% (শতাংশ) বলেছেন যে তারা এর সুরক্ষায় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং ৪৩% মোটামুটি আত্মবিশ্বাসী। তবে ১১% বলেছেন তারা খুব আত্মবিশ্বাসী ছিলেন না আর ৯% মোটেই আত্মবিশ্বাসী ছিলেন না।
যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃক অনুমোদিত ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিন বিতরণ কীভাবে হবে সে সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী সপ্তাহে প্রথম ডোজ দিয়ে সূচনা হবে।
কর্তৃপক্ষ আস্থার সাথে বলছেন যে, আমরা আর একটি জাতীয় লকডাউন দেখব না। ফাইজার ভ্যাকসিনের অনুমোদনের অর্থ সরকার নতুন জাতীয় লকডাউন বাতিল করতে পারবে কিনা জানতে চাইলে মিঃ উইলিয়ামসন বলেছেন, আমরা কেউই জাতীয় লকডাউন দেখতে চাই না এবং আমাদের মধ্যে কেউই জাতীয় লকডাউন দেখতে আশা করে না। লোকেরা যদি নিয়ম মেনে চলতে থাকেন তবেই এটা সম্ভব।

 
                            
                             
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                       