• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের ব্রিস্টলে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ৪ জন নিহত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২০
ইংল্যান্ডের ব্রিস্টলে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে ৪ জন নিহত

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বৃস্টল সিটির পাশে এ্যাভোনমাউথে একটি সুয়েজ প্লান্টে পানি বিশুদ্ধ করণ ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা ২২ মিনিটের দিকে রাসায়নিক পদার্থ মিশ্রিত পানি বিশুদ্ধ করণের একটি ট্যাঙ্কে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিনজন ওয়েসেক্স ওয়াটার কোম্পানীর কর্মকর্তা এবং একজন কন্ট্রাক্টর বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি তাৎক্ষনিকভাবে গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। পুলিশ এবং হেলথ এন্ড সেফইটি ইউনিট ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী তৎপরতার সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।