• ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা- স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা- স্ত্রীসহ ৫ জনের  ফাঁসি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্ত্রী রাবেয়া বেগমের পরিকল্পনায় স্বামী মো. মোমিনুল হককে হত্যার দায়ে রাবেয়া বেগমসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি প্রবাসী মো. মোমিনুল হকের স্ত্রী রাবেয়া বেগম ভাড়াটিয়া খুনিসহ পরকীয়ার সম্পর্কের জেরে স্বামী মোমিনুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তদন্ত করে ৫ই সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চার বছরের মাথায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- রামগড় চৌধুরীপাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে আবুল কালাম (২২) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)। এদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।