• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৪১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৪,৮৭৯ জন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৪১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৪,৮৭৯ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪১৪ জন। গতকাল বুধবার ছিলো ৬৪৮জন, মঙ্গলবার ছিলো ৬০৩ জন। মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ১১৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪,৮৭৯ জন। গতকাল বুধবার ছিলো ১৬,১৭০ জন, মঙ্গলবর ছিলো ১৩,৪৩০ জন, সোমবার ছিলো ১২,৩৩০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭৪ হাজার ১৩৪ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২৯৫ জন, ওয়েলসে ২৪ জন, স্কটল্যান্ডে ৫১ জন। উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১১ জনের মৃত্যুুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।