বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডের ইউনির্ভাসিটি অফ নটিংহামের শিক্ষার্থীদের আবাসিক হলে লকডাউন বিধি ভঙ্গ করে ইলিগ্যাল পার্টি আয়োজন করায় তা ভেঙ্গে দিয়েছে পুলিশ।গত শনিবার মধ্যরাতে প্রায় ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই অবৈধ এই পার্টি অনুষ্ঠিত হয় ।
এই ঘটনায় পুলিশ কাউকে আটক কিংবা জরিমানা করেনি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। জানাগেছে ইংল্যান্ডে আগামী ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীরা ক্রিসমাস উপলক্ষে ছুটিতে নিজ নিজ ঘরে কিংবা দেশে ছুটিতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
একই রাতে স্থানীয় গোনালস্টোনের মাঠে পার্টি আয়োজন করায় ৫ জনকে ২০০ পাউন্ড করে জরিমানা করেছে পুলিশ।
এর পরে সিটি সেন্টার এলাকার পিলচার গেটের একটি ফ্ল্যাটে পার্টি আয়োজন করায় ২১জনকে ২০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
একই রাতে ভ্যালি রোড়ে অবৈধ সমাবেশ করা এবং পুলিশ অফিসারের সাথে অসৌজন্যমূলক আচরন করায় দুই জনকে আটক করেছে পুলিশ।