• ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ উইমেন্স চেম্বারের কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
সুনামগঞ্জ উইমেন্স চেম্বারের কমিটি গঠন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তিন বছর মেয়াদি কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।  এ উপলক্ষে  গত ৩০  নভেম্বর নব গঠিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ,বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা  চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল । নব গঠিত কমিটির সভাপতি হোসনা হুদার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মোজামমেল হক।
নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি মিসেস হোসনা হুদা, সিনিয়র সহসভাপতি ফারহানাজ ফাতিমা রিয়া,সহসভাপতি মাহমুদা আক্তার রুবি, পরিচালক করিমুননেছা, ইস্পাহানি বেগম,শিউলি হক,রিমিনা আক্তার, রওশন সিদ্দিকা আক্তার,  নাসরিন সুলতানা দীপা,সৈয়দা ফারহানা ইমা, দিলশাদ বেগম চৌধুরী, সুরভি খন্দকার, সেলিনা বেগম,সাবিনা চৌধুরী, রোজিনা আক্তার।