• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কানাডা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কানাডা

বিবিএন নিউজ ডেস্ক:কানাডায় করোনা মহামারীর চলমান দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভাইরাসটি যেন আরও বিস্তার লাভ করতে না পারে, সেই লক্ষ্যে দেশটি আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতিবিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার ঘোষণা করেছেন, ভ্রমণের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন নাগরিকদের জন্য ২১ ডিসেম্বর এবং অন্য দেশ থেকে আগতদের জন্য আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত।

মন্ত্রী আরও বলেন, কানাডা সরকার ভ্রমণ বিধিনিষেধের পাশাপাশি কানাডিয়ানদের সুস্থ ও নিরাপদ রাখার লক্ষ্যে করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে গত ১৬ মার্চ থেকে বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ধাপে ধাপে এ নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

এ পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৮১২ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৪ হাজার ২২৫ জন।