• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিববর্ষের উপহার লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২০
সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিববর্ষের উপহার লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র প্রদান

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:: মহান বিজয়ের মাসের সূচনালগ্নে সুনামগঞ্জ জেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে মুজিববর্ষের উপহার স্বরূপ লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র প্রদান করা হয়। আজ ১ ডিসেম্বর  সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষের উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং মুজিববর্ষের লোগো সম্বলিত লাল সবুজের ছাতা শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রদান করেন জেলা প্রশাসক,  মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক মহান বিজয়ের মাসের সূচনালগ্নে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, ২ লক্ষের অধিক মা বোনের পরম ত্যাগের বিনিময়ে বাংলাদেশর মানচিত্র পৃথিবীর বুকে উজ্জীবিত হয়েছে, তাদের সকলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো: জসীম উদ্দিন; সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  ইয়াসমিন নাহার রুমা; বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: আলী আমজাদ; বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন; বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানসহ সুনামগঞ্জ সদর উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ কার্যক্রমের আওতায় জেলার প্রায় ৪০০০ জন বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং মৃত বীর মুক্তিযোদ্ধার সহধর্মীনিদের উপহার প্রদান করা হবে। এছাড়া এ জেলার একলক্ষ শিক্ষার্থীদের মাঝে লাল সবুজের ছাতা উপহার দেয়া হবে মুজিববর্ষকে আগামী প্রজন্মের মাঝে স্মরণীয় করে রাখার জন্য।