বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে ইইউভূক্ত দেশের নাগরিকদের জন্য ফ্রি মুভমেন্ট বন্ধ হচ্ছে ৩১শে ডিসেম্বর থেকে। আর পহেলা জানুয়ারী থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান স্টাইলে পয়েন্ট বেইসড সিস্টেম ভিসা পদ্ধতি।
নতুন সিস্টেম অনুযায়ী, পহেলা জানুয়ারী, মঙ্গলবার থেকে ব্রিটেনে আসতে ইচ্ছুক সব বিদেশী নাগরিক এবং ইইউভুক্ত দেশের নাগরিক যারা কাজের জন্যে ব্রিটেনে আসতে চাইবে তাদেরকে ব্রিটিশ ভিসার জন্যে অনলাইনে আবেদন করতে হবে।
যারা স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্যে আবেদন করবে তাদেরকে অবশ্যই আবেদনের সঙ্গে জব অফার, ইংলিশে দক্ষতার সার্টিফিকেট এবং অন্তত ২৫ হাজার ৬ শ পাউন্ড বেতনের প্রমাণপত্র জমা দিতে হবে।
নতুন সিস্টেমে ভিসা আবেদনের জন্যে ৬শ ১০ পাউন্ড থেকে ১ হাজার ৪শ ৮ পাউন্ড পর্যন্ত ব্যয় হবে। আবেদনের পর তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য।
তবে ৩১ শে ডিসেম্বরের ভেতরে যেসব ইইউ নাগরিক ব্রিটেনে প্রবেশ করবে তাদেরকে বা তাদের পরিবারের সদস্যকে নতুন সিস্টেমে আবেদন করতে হবে না। তাদেরকে ২০২১ সালের ৩০ জুনের ভেতরে ইইউ স্যাটলমেন্ট স্কিমের অধিনে ব্রিটেনে বসবাস বা কাজের জন্য আবেদন করতে হবে।
আবেদনপত্র সফল হলে ব্রিটেনে থেকে যাওয়ার এবং কর্মহীন হলে অন্যান্য ব্রিটিশ নাগরিকের মত প্রয়োজনীয় বেনিফিট গ্রহনের সুযোগ পাবেন।