• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

ছাতক ও গোলাপগঞ্জের ইউএনও রদবদল

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২০
ছাতক ও গোলাপগঞ্জের ইউএনও রদবদল

সিলেট প্রতিনিধি:: ছাতক ওগোলাপগঞ্জ দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে গোলাপগঞ্জে বদলি করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের (এনডিসি) মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মামুনুর রহমান ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি এর আগে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ওপরদিকে, মোহাম্মদ গোলাম কবির ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর ছাতকে ইউএনও হিসেবে যোগদান করেন। ছাতকে যোগদানের পর তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হন।