• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে। পুলিশ লাইন্স  মাঠে, বাংলাদেশ পুলিশ (আইজিপি কাপ) ক্রিকেট সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশীপ -২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার অপারেশন নিকোলীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুননবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ সাহিদুর রহমান, ডিআইও ওয়ান মোঃ আনোয়ার হোসেন মৃধা ।
গত ২১  নভেম্বর সুনামগঞ্জ পুলিশ লাইনে ৫ টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ ফাইনাল খেলায় হবিগঞ্জ দল সুনামগঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম বলেন পুলিশ সদস্য গণ দিন রাত পরিশ্রম করে জনগণের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট থাকে। তাদের ও বিনোদন ও খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে, শরীর সুস্থ রাখে।